একদিকে দেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছে অন্যদিকে সরকার পদ্মা সেতুর উৎসব করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর।
বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে সিলেটের জৈন্তাপুরে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে অনুষ্ঠিত সভায় তিনি এমন মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, পদ্মা সেতুর জন্য গানবাজনা হবে, কিন্তু জনগণ না খেয়ে আছে, মারা যাচ্ছে সেদিকে তাদের খেয়াল নাই। কারণ, জনগনকে তারা তোয়াক্কা করে না।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ দুর্নীতির জন্য, লুটেপুটে খাওয়ার জন্য বড় বড় প্রজেক্ট করে। কিন্তু জনগণের জন্য প্রজেক্ট করে না। শেয়ালের কাছে যেমন মুরগী দেয়া যায় না, তেমনি শেখ হাসিনার হাতে নির্বাচনের দায়িত্ব দেয়া যায় না।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না উল্লেখ করে ভোটের অধিকার ফেরাতে তিনি নেতাকর্মীকে এই সরকারকে রুখে দেয়ার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন, বিএনপির উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ স্থানীয় নেতৃবৃন্দ।