দুর্যোগ, অর্থসংকট কিংবা ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার কারণে বন্যাদুর্গত অনেকেই প্রয়োজন থাকা সত্ত্বেও চিকিৎসাসেবা নিতে পারছে না। উপায়ন্তর না পেয়ে ধুঁকছে নানা অসুখে।
এ বিষয়টি মাথায় রেখেই বানভাসি মানুষদের টেলিফোনে ফ্রি চিকিৎসাসেবা দেয়ার উদ্যোগ গ্রহণ করেছেন রোটারিয়ান ডা. তানবিরুল আরেফিন।
ডা. তানবিরুল আরেফিন জানান, প্রবল বন্যার মাঝে অনেকেই নানা অসুখে আক্রান্ত রয়েছেন কিন্তু চিকিৎসাসেবা গ্রহণ করতে পারছেন না। তাদের জন্যই এই উদ্যোগ। চিকিৎসার যেকোনো প্রয়োজনে বানভাসিদেরকে ০১৭১৮ ১৬১২৮৯ এই নাম্বারে কল করার অনুরোধ জানান।
প্রসূতি ও গাইনি এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ ও সার্জন ডা. তানবিরুল আরেফিন নগরীর উপশহরস্থ ভিক্টোরিয়া হাসপাতালের সত্ত্বাধিকারী। পাশাপাশি তিনি রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের প্রেসিডেন্ট (ইলেক্ট) হিসেবে দায়িত্ব পালন করছেন।