সিলেটে দোকান বন্ধ রেখে মহানবীকে অবমাননার প্রতিবাদ

সিলেটে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে মহানবীকে অবমাননার প্রতিবাদ জানিয়েছেন সিলেটের ব্যবসায়ীরা। আজ বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এই প্রতিবাদী কর্মসূচি।

পূর্বঘোষিত প্রতিবাদী এ কর্মসূচিতে অংশ নেন সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীরা।

কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই নগরীর সবধরণের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে দেখা যায়।

এসময় ব্যবসায়ীরা ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও কুমার জিন্দাল কর্তৃক বিশ্ব মানবতার পথ প্রদর্শক, মানবতার অগ্রদূত, মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (স.) ও হযরত আয়েশা সিদ্দিকা (রা.) কে নিয়ে অশালীন কটূক্তির প্রতিবাদ জানান ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এর আগে গত ১৩ জুন মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ১৫ জুন সকাল ৬টা থেকে বেলা ১টা পর্যন্ত সিলেটের সর্বস্তরের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়েছিলেন সিলেটের ব্যবসায়ী নেতারা। এরই প্রেক্ষিতে সিলেটের ব্যবসায়ীরা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে মহানবীকে অবমাননার প্রতিবাদ জানিয়েছেন।