মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি অসুস্থ ভুবন চিল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ মে) দুপুরে শহরতলীর সদর ইউনিয়নের সবুজবাগ এলাকা থেকে অসুস্থ অবস্থায় বাঁশঝাড়ের নিচ থেকে ভুবন চিলটিকে উদ্ধার করেন স্থানীয়রা।
পরে উদ্ধাররকৃত ভুবন চিলটিকে শ্রীমঙ্গলের বন্যপ্রাণীপ্রেমীদের নিয়ে গড়ে ওঠা সংগঠন স্ট্যান্ড ফর আওয়ার এনডেঞ্জারড ওয়াইল্ডলাইফ (SEW) এর অস্থায়ী সেবা কেন্দ্রে হস্তান্তর করা হয়। বন বিভাগের পরামর্শ নিয়ে প্রাণীটির সেবা-শুশ্রুষা চলছে সেখানে।
স্ট্যান্ড ফর আওয়ার এনডেঞ্জারড ওয়াইল্ডলাইফ (SEW) এর সদস্য সোহেল শ্যাম বলেন, অসুস্থ ভুবন চিলটি বর্তমানে আমার বাসায় আছে। এই চিলটি খুবই ছোট। এটি সদ্য উড়তে শিখেছে। অসুস্থ এই ভুবন চিলটিকে সুস্থ করার জন্য আমরা কাজ করছি।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, মৌলভীবাজারের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, অসুস্থ ভুবন চিলটিকে আমাদের পরামর্শেই চিকিৎসা দেয়া হচ্ছে। প্রাণিটি সুস্থ হওয়ার পর আমরা এটিকে কোথায় অবমুক্ত করব সে ব্যাপারে পরে সিদ্ধান্ত নেব।