সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামের এক ব্যক্তি ৩ দিন ধরে নিখোঁজ আছেন। অনেক খোঁজাখুজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে জগন্নাথপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ হওয়া ব্যক্তির ছেলে।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, আলমপুর গ্রামের আব্দুল গনির ছেলে লুদু মিয়া (৪৪) গত বুধবার ১১ সেপ্টেম্বর গ্রামের প্রতিবেশী দাদীর জানাযায় অংশগ্রহন করে এই দিন দিবাগত রাতে ১১টার পর্যন্ত বাড়ীতে ফেরেননি। পরে তার পরিবারের সকল সদস্য মিলে সকল আত্মীয় স্বজনের বাড়ীতে খোঁজাখুজি করেন। প্রায় ৩ দিন অপেক্ষা করে খোঁজ নিয়ে শনিবার জগন্নাথপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এ ব্যাপারে নিখোঁজ হওয়া ব্যক্তি ছোট ভাই শিলু মিয়া বলেন, ‘আমার ভাইয়ের নিখোঁজ হওয়ার পর আমাদের সাধ্য অনুযায়ী সব জায়গায় খোঁজাখুজি করিয়া শেষ পর্যন্ত এখনো সন্ধার পাই নাই। আমাদের চেষ্টার পর করার পর থানায় গিয়ে জিডি করেছি।’
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনজার্চ আজিজুর রহমান বলেন, ‘আলমপুর গ্রামের লুদু মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। আমাদের থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। আমাদের পুলিশ তাদের বাড়ীতে গিয়ে আসছে। তিনি মোবাইল ব্যবহার করেন না ও তার স্ত্রী প্রবাসে থাকেন। আমরা নিখোঁজ ডায়েরী পাওয়ার পর কাজ করছি।’