২৫ আগস্ট থেকে মিলবে বিশ্বকাপের টিকিট

ভারতের মাটিতে হতে যাওয়া বিশ্বকাপের টিকিট বিক্রির দিনক্ষণ জানিয়ে দিল আইসিসি। আগামী ২৫ আগস্ট থেকেই মিলবে এ টিকিট। সেজন্য ১৫ আগস্ট থেকে আইসিসির ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে ক্রিকেটপ্রেমীদের।

এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, টিকিট বিক্রি শুরু হবে ২৫ আগস্ট থেকে। আর টিকিটের জন্য আগ্রহী ব্যক্তিরা ১৫ আগস্ট থেকেই নিবন্ধন করতে পারবেন। আগে থেকে নিবন্ধন করা থাকলে টিকিট-বিক্রি সংক্রান্ত খবরগুলোও পেয়ে যাবেন আগেভাগেই।

আইসিসি ঘোষিত টিকিট ছাড়ার সময়:

২৫ আগস্ট- ভারত ছাড়া বাকি দলগুলোর প্রস্তুতি ও মূল পর্বের ম্যাচ

৩০ আগস্ট- গুয়াহাটি ও ত্রিবান্দ্রামের ভারতের ম্যাচ

৩১ আগস্ট- চেন্নাই, দিল্লি ও পুনের ভারতের ম্যাচ

১ সেপ্টেম্বর- ধর্মশালা, লক্ষ্ণৌ ও মুম্বাইয়ে ভারতের ম্যাচ

২ সেপ্টেম্বর- বেঙ্গালুরু ও কলকাতার ম্যাচ

৩ সেপ্টেম্বর- আহমেদাবাদে ভারতের ম্যাচ

১৫ সেপ্টেম্বর- সেমিফাইনাল ও ফাইনাল

এ প্রসঙ্গে আইসিসির ইভেন্টসের প্রধান ক্রিস টেটলি বলেন, ‘এ মাস থেকেই বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে। ক্রিকেটের কোটি কোটি সমর্থককে আমরা পরের সপ্তাহ থেকেই নিবন্ধন করতে অনুরোধ করব সবচেয়ে বড় ক্রিকেট বিশ্বকাপের অংশ হতে। সূচিতে পরিবর্তনের পর খেলোয়াড় ও সমর্থকেরা যাতে সেরা অভিজ্ঞতাটা পান, সেটি নিশ্চিত হবে।’

সিলেট ভয়েস/এএইচএম