সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, ‘সরকারের উদাসীনতায় বন্যার পানি নেমে গেলেও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ এখনো শেষ হচ্ছেনা। তারা খাদ্য বস্ত্র বিশুদ্ধ পানি ঔষধ সহ নানা সমস্যায় জর্জরিত। অর্থের অভাবে অনেকে ঘরবাড়ী ও আসবাবপত্র মেরামত করতে পারছেনা। এখন পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কার্যকর উদ্যোগ না নেয়ায় তাদের দুর্ভোগ দীর্ঘায়িত হয়েছে। বন্যার শুরু থেকে এখন পর্যন্ত বিএনপি বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে।’
তিনি মঙ্গলবার (৭ জুন) বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে নগরীর ২৩নং ওয়ার্ডের নয়াগাঁও এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত, অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মহানগর আহ্বায়ক কমিটির সদস্য ও ২২,২৩ ও ২৪নং ওয়ার্ডের সাংগঠনিক টিম প্রধান সৈয়দ মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে বিএনপি নেতা জাবেদ আহমদ ও জাসিম আহমদ রাফির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপী, মহানগর বিএনপির সাবেক সমবায় বিষয়ক সম্পাদক মামুনুর রহমান মামুন, সাবেক সদস্য মাহবুব আহমদ চৌধুরী, ২৪নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম চৌধুরী সাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সৈয়দ রহিম আলি রাসু, নাজিম উদ্দীন, রফিকুল ইসলাম রফিক, ২৩নং ওয়ার্ডের আহ্বায়ক কমিটির সদস্য জমজম বাদশাহ, সূজন আহমদ, ২৪নং ওয়ার্ড বিএনপির সদস্য শাহিন আহমদ, মাসুম আহমদ, ২৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নামর উল্লাহ নাদিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য জাবেদ আহমদ জীবন, ২৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুক্তা আহমদ ও ২৩নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব জাসিম আহমেদ রাফি প্রমুখ।