হেরে চাকরি ছাড়লেন ব্রাজিলের কোচ তিতে

ব্রাজিলের জাতীয় প্রধান কোচ তিতে ২০২২ সালের ফিফা বিশ্বকাপ থেকে দলের বিদায়ের পর জাতীয় দলের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ১-১ গোলে ড্র করার পর পেনাল্টিতে ৪-২ গোলে হারতে হয় তিতের শিষ্যদের।

তিতে এর আগেই এবার কাতার বিশ্বকাপের টুর্নামেন্টের পর চাকরি ছেড়ে দেওয়ার কথা জানিয়েছিলেন এবং ম্যাচের পরে তার কথা রাখলেন।

ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর তিতে বলেন, এই পরাজয় ভীষণ কষ্টের, বেদনার। কিন্তু আমি এবার শান্তিতে থাকতে যাচ্ছি। একটা পর্বের শেষ হলো। আমি দেড় বছর আগে বলেছিলাম এটাই আমার শেষ বিশ্বকাপ। যারা আমাকে চেনেন তারা জানেন আমি এক কথার মানুষ।

দক্ষিণ আমেরিকান দলটি টুর্নামেন্ট জয়ের জন্য ফেবারিট ছিল। নেইমারের গোলে এগিয়ে থাকলেও অতিরিক্ত সময়ের ১১৭তম মিনিটে ব্রুনো পেটকোভিচের সমতাসূচক গোল হলে ব্রাজিলের জয়ের আশা ভেস্তে যায়।

ক্রোয়েশিয়া স্পট কিক থেকে তাদের চারটি প্রচেষ্টাকেই সফল করেছিল। অন্যদিকে, ব্রাজিল মাত্র দুইবার ক্রোয়েশিয়ার গোলরক্ষককে পরাস্ত করতে পেরেছিল।

তিতে ২০১৬ সালের জুনে ব্রাজিলের দায়িত্ব নিয়েছিলেন। ছয় বছর পর পদত্যাগ করলেন। ৬১ বছর বয়সী তিতের অধীনে ব্রাজিল রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়। যেখানে তারা বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরেছিল।