চলতি মৌসুমে সুনামগঞ্জে বোরো ধানের বাম্পার ফলনে ফলে হাসি ফুটেছে কৃষকদের মুখে। এবার সুনামগঞ্জে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (৭ মে) দুপুরে সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বোরো ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
পরে দুইজন কৃষকের কাছ থেকে ৬ মেট্রিক টন ধান ক্রয় করে আনুষ্ঠানিক ভাবে ধান চাল সংগ্রহ শুরু করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।
চলতি মৌসুমে সুনামগঞ্জে ১৩ লাখ ৭৭ হাজার ৫০৪ টন ধান উৎপাদন হয়েছে। যেখান থেকে সরকার ২৯ হাজার ৮শ’ ১১ টন ধান কেনার লক্ষমাত্রা নির্ধারণ করেছে। তবে হয়রানি শিকার হওয়ায় সরকারি গুদামে ধান দিতে আগ্রহ কম ভাটি অঞ্চলের কৃষকদের।
কৃষকরা বলছেন, সরকার নির্ধারিত দামে ধান-চাল বিক্রি করতে পারলে তারা প্রত্যাশিত লাভের দেখা পাবেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ মইনুল ইসলাম ভূঞা জানিযেছেন, চলতি মৌসুমে ধানের দাম বাড়ায় লক্ষ্যমাত্রা পূরণ হবে। আশা করছি সুনামগঞ্জের ১২ উপজেলায় প্রকৃত কৃষকরা সরকারের খাদ্য গোদামে ধান বিক্রি করতে পারবেন।