হরতালে গণপরিবহন চালানোর ঘোষণা পরিবহন মালিক সমিতির

নয়পল্টনের সমাবেশে আওয়ামী লীগ ও পুলিশি হামলার প্রতিবাদে বিএনপির ডাকা হরতালকে জনবিরোধী উল্লেখ করে রবিবার স্বাভাবিকভাবে গণপরিবহন চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হরতালের দিন ঢাকা শহর ও শহরতলী এবং আন্তঃজেলা রুটে বাস ও মিনিবাস চলবে। জনবিরোধী এ হরতালে মালিক-শ্রমিকরা সাড়া দেবে না।

মালিক-শ্রমিকরা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাখ্যান করে ঢাকা শহর ও ঢাকার আশপাশের জেলাগুলোতে বাস-মিনিবাস চলাচল অব্যাহত রাখবে। তবে যাত্রী পাওয়া সাপেক্ষে আন্তঃজেলা রুটের গাড়ি চলাচল করবে বলেও জানানো হয়।

উল্লেখ্য, শনিবার রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশে পুলিশের হামলার প্রতিবাদে রবিবার সারা দেশে হরতাল ডেকেছে বিএনপি ও সমমনা দলগুলো।