হবিগঞ্জে নাগরিক প্লাটফর্মের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে “আস্থা” প্রকল্পের আওতায় শান্তি-সম্প্রীতি সুরক্ষা ও সন্ত্রাসমুক্ত সহনশীল সমাজ গঠন কল্পে সভাটি অনুষ্ঠিত হয়।
শনিবার (৩১আগস্ট) হবিগঞ্জের স্কাই কিং রেস্টুরেন্টর একটি হল রুমে সভার আয়োজন করা হয়।
হবিগঞ্জ জেলা নাগরিক প্লাটফর্মের আহ্বাবায়ক ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে ও সদস্য সচিব বন্ধু মঙ্গল রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ জাহান আরা খাতুন, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেসের সম্পাদক ফজলুর রহমান, জালাল উদ্দিন রুমি প্রমুখ।
বক্তব্যে তিনি বলেন, ‘আমরা এখন একটি পরিবর্তনের রুপরেখায় যুবদেরকে দেখতে চাই। আমি দেখেছি যুবকরা নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে নতুন করে সাজানোর উদ্যোগ নিচ্ছে। বর্তমানে যুবকরা অনেক ভালভাল কাজ করে দেশের সুনাম বয়ে আনছে। তাদেরকে সঠিক দিকনির্দেশনা দিতে পারলে দেশে সফলতা আসবে।’
সভাপতির বক্তব্যে একরামুল ওয়াদুদ বলেন, আজকের আলোচনায় অনেক গঠনমূলক দিকনির্দেশনা চলে এসেছে সকল উপজেলার যুব ফোরাম এখন সক্রিয় এবং উপজেলা পর্যায়ের নাগরিক ফোরামের সদস্যরা তাদেরকে যে পরামর্শ দিয়ে সমৃদ্ধ করছেন তার জন্য সকলকে ধন্যবাদ জানাই। বর্তমানে হবিগঞ্জ জেলার জনগণের মধ্যে একটি হতাশা কাজ করছে কোন প্রকার আইনি সহযোগিতা তারা মাঠ পর্যায়ে বাস্তবায়ন দেখছেন না সুতরাং প্রান্তিক জনগোষ্ঠী নিরাপত্তাহীনতায় ভোগছে, তাদেরকে আমরা আশ্বস্ত করব এবং বিভিন্নভাবে সহযোগিতা করব এটা আমাদের নৈতিক দায়িত্ব। শান্তি সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের হবিগঞ্জ নাগরিক প্ল্যাটফর্ম বাস্তবায়ন করবে।’
সভায় দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেসের সম্পাদক ফজলুর রহমান বলেন, ‘নয়টি উপজেলার যুব ফোরামের সদস্যরা তাদের স্বেচ্ছাসেবী মনোভাব নিয়ে দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করছে। সাথে সাথে এই যুব ফোরামের সদস্যদের পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের হুইসেল ব্লোয়ার যারা রয়েছেন তাদেরকেও যদি সক্রিয় করা যায় তাহলে আমাদের বড় রকমের একটি স্বেচ্ছাসেবী গোষ্ঠী তৈরি হবে। যারা সামাজিক সম্প্রীতি সুরক্ষায় কাজ করবে।’
বুন্ধ মঙ্গল রায় বলেন, ‘আমরা শিক্ষিত হই, লেখাপড়া জানলেই শিক্ষিত হওয়া যায় না তাদের মূল্যবোধ নীতি-নৈতিকতা জ্ঞান আমাদের যুব সমাজকে সমৃদ্ধ করবে। তাই যুব ফোরামের সদস্যদের বিভিন্ন আত্ম উন্নয়নমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করলে এইসব বিষয়ে তাদের দায়িত্ব এবং কর্তব্যবোধ বাড়বে।’
জালাল উদ্দিন রুমি বলেন, ‘যুবরা স্বেচ্ছাসেবী হিসাবে সামাজিক দায়িত্ব পালন করবে।বাংলাদেশ গড়তে এই যুবরাই ভূমিকা রাখবে।নাগরিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে তাদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে হবে এটা আমাদের কর্তব্য। এই যুবক ফোরামের নানা ভালো কাজের উদ্যোগে তাদের পাশে থাকতে চাই।
সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন রূপান্তর আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী কাজী মফিজুর রহমান। এসময় চাঁদ সুলতানা চৌধুরী, মোহাম্মদ বাহার উদ্দিন, ফারুক আহম্মদ, মো.শাহ আলম বুলবুল ও মিজানুর রহমান প্রমুখ বক্তারা বক্তব্য রাখেন।