হবিগঞ্জে দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৮ জানুয়ারি) দুপুরে শহরের কোর্ট স্টেশন এলাকায় ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

এসময় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন ফ্লেভার আর রঙ ব্যবহারের অপরাধে আলম ফুড গার্ডেন বেকারি অ্যান্ড সুইটমিটকে ৩৫ হাজার টাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি করার অপরাধে মধুকানন মিষ্টি বিপনিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন হবিগঞ্জ জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা সাকিব হাসান ও র‍্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম।