স্রোতের বিপরীতে জয়া সেনের জয়

সুনামগঞ্জের সবকটি আসনে যেখানে নৌকার জয়জয়কার, সেখানে সুনামগঞ্জ-২ আসনে জয় নিশ্চিত করেছেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত বর্তমান সংসদ সদস্য জয়া সেনগুপ্ত (কাঁচি)।

রবিবার (৭ জানুয়ারির) নির্বাচনে স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী নৌকা প্রতীকে কাঁচি প্রতীকে জয়া সেনগুপ্তা ৫০ হাজার ২৯৫ ভোট পেয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের চৌধুরী আবদুল্লাহ আল আমিন পেয়েছেন ৪২ হাজার ৭৫ ভোট।

স্থানীয় ভোটারদের ভাষ্যমতে, জয়া সেনের বিজয়ের নেপথ্যে সুরঞ্জিতের ব্যক্তি ইমেজ বড় ইস্যু ছিলো। তবে স্থানীয় আওয়ামী লীগের একাংশ দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে গিয়ে জয়া সেনের পক্ষে কাজ করেন। পাশাপাশি এলাকা ভিত্তিক ভোটারদের সমর্থনও বড় ভূমিকা রেখেছে।

এ ব্যাপারে জয়া সেনগুপ্তা বলেন, ‘এই এলাকার ভোটাররা সুরঞ্জিত সেনগুপ্তকে ভালোবাসেন। তার অনুসারী হিসেবে আমাকেও পছন্দ করেন। ভোটে তারা আবারও তার প্রমাণ দিয়েছেন। আমি সবার কাছে কৃতজ্ঞ।