১৬ ডিসেম্বর আলোর মিছিল করবে শ্রুতি

দেশ স্বাধীন হয়েছে অনেকটা আগে। বিজয়ের পতাকা এখন মুক্তভাবে ওড়ে। জাতির জনকের সেই স্বপ্নের বাংলাদেশ এখন স্বপ্ন নয়, সত্যের পথে। তবুও থেকে গেছে অমানবিকতার অন্ধকার, শিক্ষার অন্ধকার, অর্থনৈতিক অন্ধকার, সামাজিক অন্ধকার। সমাজের অশুভ শক্তিরা, স্বাধীনতা বিরোধীরা এখনও নানা রূপে নানা বর্ণে আস্ফালন করে। এখনও প্রয়োজন শুভ শক্তির উন্মেষের, মানবিকতার উন্মেষের।

এই শুভ শক্তির উন্মেষের লক্ষ্যে প্রতিবারের মতো এবারও আগামী ১৬ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৫টায় সিলেট নগরীর পুরানলেনস্থ শ্রুতির কার্যালয় থেকে শহিদ বুদ্ধিজীবী শহিদমিনার পর্যন্ত ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন শ্রুতি-সিলেট এবারও আয়োজন করেছে আলোর মিছিলের।

আয়োজনমালায় থাকবে মুক্তিযুদ্ধের গল্প শোনা, বিজয়ের গান এবং কবিতা পাঠ। এতে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।

উল্লেখ্য, শ্রুতি দীর্ঘ ১৮ বছর ধরে নিয়মিত আলোর মিছিল আয়োজন করে আসছে।