স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী

দীর্ঘ ১৮ বছরের দাম্পত্যের অবসান ঘটাতে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডো।

বুধবার (২ আগস্ট) ইনস্টাগ্রাম পোস্টে এই দম্পতি বলেছেন, বরাবরেই মতোই তারা গভীর ভালবাসা এবং শ্রদ্ধার সঙ্গে একটি ঘনিষ্ঠ পরিবার হয়ে থাকবে। তারা ২০০৫ সালে মন্ট্রিলে বিয়ে করেছিল তারা। তিন সন্তান রয়েছে তাদের।

এক বিবৃতিতে ট্রুডোর অফিস জানায়, দম্পতি বিচ্ছেদ চুক্তিতে সই করলেও জনসমক্ষে তারা একসঙ্গেই উপস্থিত হবেন। আলাদা হওয়ার সিদ্ধান্তের বিষয়ে সব আইনি এবং নৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

জাস্টিন-সোফি তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি যৌথ বিবৃতিতে জানান, এ সিদ্ধান্তটি নেওয়ার আগে তাদের মধ্যে অনেকভাবেই আলোচনা হয়েছিল। যা ছিল অর্থবহ এবং জটিল।

তারা জানান, ‘আমরা একে অপরের প্রতি গভীর ভালোবাসা এবং শ্রদ্ধাসহ একটি ঘনিষ্ঠ পরিবারে আবদ্ধ থাকব।’ তবে সন্তানদের মঙ্গল ও সম্মানের জন্য বিচ্ছেদের বিষয়টি গোপন রাখতে চাইলেও শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়েছেন।

ট্রুডো দ্বিতীয় কানাডার প্রধানমন্ত্রী যিনি পদে থাকাকালীন বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন।

সিলেট ভয়েস/এএইচএম