সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

দু’দিন বন্ধের পর ফের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে প্রায় ১৫শ পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হয় ৩টি জাহাজ।

এর আগে ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিনের নৌপথে দুই দিন ধরে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছিল উপজেলা প্রশাসন। আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড়ের সতর্কসংকেত প্রত্যাহার ও আবহাওয়া অনুকূলে থাকায় জাহাজ চলাচল শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছ টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, আজ বৃহস্পতিবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচলে কোনো বাধা নেই।

সিলেট ভয়েস/এএইচএম