সুলতান ইব্রাহিম মালয়েশিয়ার নতুন রাজা

দেশটির নতুন রাজা হিসাবে সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দারের নাম ঘোষণা করেছে মালয়েশিয়ার রয়্যাল কাউন্সিল। তিনি ২০২৪ সালের ৩১ জানুয়ারি মালয়েশিয়ার বর্তমান রাজা আল সুলতান আব্দল্লাহর স্থলাভিষিক্ত হবেন।

শুক্রবার (২৭ অক্টোবর) দেশটির রয়্যাল কাউন্সিল ১৭তম রাজা হিসেবে তার নাম ঘোষণা করে।

এক বিবৃতিতে রয়্যাল সিলের রক্ষক জানিয়েছে, শুক্রবার জাতীয় প্রাসাদে অনুষ্ঠিত রয়্যাল কাউন্সিলের ২৬৩তম বিশেষ সভায় জোহর দারুল তাজিমের সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দারকে মালয়েশিয়ার পরবর্তী সুলতান হিসাবে নির্বাচিত করা হয়েছে।

মালয়েশিয়ায় মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা প্রচলিত। রাষ্ট্রপ্রধানের পদ নির্ধারিত থাকে রাজার জন্য। ১৩টি রাজ্য ও ৩টি ঐক্যবদ্ধ প্রদেশ নিয়ে গঠিত মালয়েশিয়ায় বর্তমানে রাজপরিবার রয়েছে ৯টি। চক্রাকারে প্রতি ৫ বছর পরপর প্রত্যেক রাজপরিবারের প্রধান ব্যক্তিকে রাজা হিসাবে মনোনীত করা হয়। এই কাজটি মূলত পরিচালনা করে দেশের রয়্যাল কাউন্সিল।

মালয়েশিয়ায় রাজা মূলত আনুষ্ঠানিক ভূমিকা পালন করেন, কিন্তু দেশটিতে দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা চলায় সম্প্রতি রাজতন্ত্রের প্রভাব বাড়ছে। ক্ষমতাসীন রাজা তার বিবেচনামূলক ক্ষমতা ব্যবহার করতে প্ররোচিত হচ্ছেন। দেশটিতে রাজার এ ধরনের ক্ষমতা ব্যবহারের ঘটনা বিরল।

২০২২ সালের নির্বাচনের পরে যখন কোনো একক দল সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, তখন রাজা আল-সুলতান আবদুল্লাহ দেশটির শেষ তিন প্রধানমন্ত্রী বেছে নেওয়ার জন্য রাজার বিবেচনার ক্ষমতা ব্যবহার করেন। সুলতান ইবরাহিমের বাবা মালয়েশিয়ার অষ্টম রাজা ছিলেন। ১৯৮৪ থেকে ১৯৮৯ মেয়াদে তিনি ক্ষমতায় ছিলেন।

সুলতান ইব্রাহিম মালয়েশিয়ার অন্যান্য ঐতিহ্যবাহী শাসকদের মতো নন। তিনি রাজনীতি নিয়ে তার মনোভাব খোলাখুলি প্রকাশ করেন। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার সুসম্পর্ক আছে বলেও জানিয়েছেন তিনি।

সিলেট ভয়েস/এএইচএম