যুক্তরাষ্ট্রে ৩ ফুটবলারকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এবার ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। তারা তিনজনই বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের সদস্য।

রোববার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের বহনকারী বাসে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

নিহতরা হলেন-ভার্জিনিয়া বিচের বাসিন্দা ও বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ডেভিন চ্যান্ডলার, ফ্লোরিডার মায়ামির বাসিন্দা ও চতুর্থ বর্ষের ছাত্র ডি’শেন পেরি এবং দক্ষিণ ক্যারোলিনার রিচ হিলের বাসিন্দা ও তৃতীয় বর্ষের ছাত্র লাভেল ডেভিস।

পুলিশ বলছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি পার্কিং গ্যারেজে বাসটি টেনে নিয়ে যাওয়ার সময় তাদের উপর বন্দুক হামলা চালানো হয়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তবে এখনও হামলার সম্ভাব্য কারণ জানাতে পারেনি পুলিশ। তদন্ত চালিয়ে যাওয়া হচ্ছে বলে খবরে জানা গেছে।

পুলিশ আরও জানায়, নিহতদের মৃতদেহ একটি চার্টার বাসের ভিতর থেকে পাওয়া যায়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সভাপতি জিম রায়ান বলেছেন, এই সহিংসতায় আমি বিধ্বস্ত। ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছি।