সুপারি পাড়তে গিয়ে গাছ ভেঙে পড়ে কিশোরের মৃত্যু

কানাইঘাটে সুপারি পাড়ার সময় গাছ ভেঙে মাটিতে পড়ে সুমন আহমদ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার বায়মপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, বায়মপুর গ্রামের এখলাছুর রহমানের পুত্র সুমনকে সুপারি পাড়ার জন্য একই গ্রামের রুহুল আমিন কালার স্ত্রী খাদিজা বেগম ও সৎ মাতা মনোয়ারা বেগম তাদের বাড়িতে নিয়ে যান। সুপারি পাড়তে গিয়ে হঠাৎ সুপারি গাছ ভেঙে সুমন মাটিতে পড়ে গুরুতর আহত হয়। এ সময় সুপারি গাছের নিচে দাঁড়িয়ে থাকা ৫ বছরের এক শিশুও মাথায় আঘাতপ্রাপ্ত হয়।

পরে স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ নিহত সুমন আহমদের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য সিওমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহতের মা কান্নাজড়িত কন্ঠে বলেন, পার্শবর্তী বাড়ির খাদিজা বেগম ও মনোয়ারা বেগম দু’দিন থেকে তাদের বাড়িতে সুপারি পাড়ার জন্য সুমনকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন। কিন্তু সুমন আহমদ সুপারি পাড়তে যেতে না চাইলেও বুধবার সকালে তাকে বাড়ি থেকে নিয়ে গিয়ে রুহুল আমিন কালার বাড়ির উঁচু সুপারি গাছে সুপারি পাড়ার জন্য উঠায়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন।

এ ঘটনায় থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।