সুনামগঞ্জ-৪ : নৌকার পক্ষে জাল ভোটের অভিযোগ জাপা প্রার্থীর

সুনামগঞ্জ-৪ আসনে প্রিজাইডিং অফিসারের সহায়তায় জাল ভোট প্রদানের অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী পীর ফজলুর রহমান মিসবাহ।

রবিবার (৭ জানুয়ারি) দুপুরে নিজ বাসায় সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, মোহনপুর ইউপির বাণীপুর কেন্দ্রে জাল ভোট দেয়া হচ্ছে। ঐ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রামানুজ রায় আওয়ামী লীগের এজেন্টদের কাছে ব্যালট তুলে দেন এবং তারা সিল মেরে পুনরায় তার কাছে দেন।

রামানুজ রায়কে প্রিজাইডিং অফিসার না দিতে রির্টানিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছিলাম। একই সাথে অনেক সরকারি কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ করেছিলাম তাদেরকে যাতে নির্বাচন সংশ্লিষ্ট কাজে না দেয়া হয়। কিন্তু রির্টানিং কর্মকর্তা তা শোনেন নি।

আমি জাল ভোট প্রদানের সংবাদ পাওয়ার সাথে সাথে রির্টানিং কর্মকর্তার কাছে মৌখিকভাবে জানিয়েছি বাণীপুর কেন্দ্রে ভোট বন্ধ রাখার জন্য কিন্তু তা তিনি করেন নি।

এ ছাড়া নৈনগাঁও, আমপাড়া, খাইয়ার গাঁও, রতারগাঁও, বাগবের, সাতগাঁও কেন্দ্র প্রিজাইডিং অফিসারের সহায়তায় জাল ভোট প্রদান করা হচ্ছে।

এ সকল কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা ব্যালট দিয়ে নৌকার এজেন্টদের সহায়তা করেছেন।

পীর ফজলুর রহমান মিসবাহ আরও অভিযোগ করেন, ভোট কোনোভাবেই সুষ্ঠু হচ্ছে না। সুষ্ঠু হলে ফলাফল আমাদের পক্ষে আসার কথা। হেরে যাওয়ার ভয়ে জাল ভোট দেয়া হচ্ছে বিভিন্ন কেন্দ্রে। এ ভাবে চলতে থাকলে ভোট বর্জনও করতে পারি আমি। এ জন্য আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।