সুনামগঞ্জে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের ব্যাপক সংঘর্ষ চলছে। রোববার (৪ আগস্ট) সকালে সুনামগঞ্জ পৌর শহরের কালীবাড়ি পয়েন্টে শিক্ষার্থীরা জড়ো হলে ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র হাতে নিয়ে তাদের তাড়িয়ে দেন। দেশব্যাপী চলমান সহংসতার মধ্যে আজই প্রথম সুনামগঞ্জে সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে শহরের পুরাতন বাস-স্টেশন এলাকায় শিক্ষার্থীরা পুলিশকে ফুল দিতে যায়। ফুল দিয়ে বরণ করার পর “ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। এ সময় সময় ছাত্রলীগও মিছিল করতে করতে এগিয়ে যেতে থাকে পুরাতন বাস স্টেশন এলাকার দিকে। আর এতেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে।
এসময় সংঘর্ষে উভয় পক্ষের কয়েক জন আহত হ্ন। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও থেমে থেমে সংঘর্ষ চলায় সুনামগঞ্জ শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিয়েছেন। জনসমাগম ও যানচলাচল প্রায় বন্ধ হয়ে গেছে শহরে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) খালেদ চৌধুরী জানান জানান, ‘এখনও সংঘর্ষ চলছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।’