সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের দুই চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন আহমদ হোসেন।
আক্রান্ত হওয়া দুই চিকিৎসক হলেন হাসপাতালের উপ-পরিচালক ডা. আনিসুর রহমান, সদর হাসপাতালের চিকিৎসক ডা. সুস্মিতা।
সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন হাসপাতালের উপ-পরিচালক ডা. আনিসুর রহমান। পরে তিনি গত দুই দিন আগে করোনা টেস্ট করালে উনার করোনার পজিটিভ আসে। বর্তমানে তিনি হোম আইসোলেশনে আছেন।
এদিকে গত দুই দিন ধরে সর্দি জ্বরে আক্রান্ত হয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা.সুস্মিতা শরীরে ব্যথা অনুভব করলে বুধবার করোনা টেস্ট করালে উনারও করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনিও হোম আইসোলেশনে আছেন।
এ দিকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন রেডিও টেকনোলজিস্টও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা.আহম্মদ হোসেন বলেন, সুনামগঞ্জে দুই চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে উনারা হোম আইসোলেশনে আছেন। করোনা আবার দ্রুত বৃদ্ধি পাচ্ছে আমাদের সবাইকে সর্তক থাকতে হবে। মাস্ক পড়তে হবে। স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।