জৈন্তাপুর লাল শাপলা বিলে অতিথি পাখি অবমুক্ত

জৈন্তাপুর উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পর্যটন কেন্দ্র ডিবির হাওর এলাকায় লাল শাপলা বিল হিসাবে সারা দেশব্যাপী পরিচিত ডিবির হাওরে অতিথি পাখি অবমুক্ত করা হয়েছে।

গত ১২ জানুয়ারি উপজেলার দরবস্ত বাজারে অবৈধভাবে অতিথি পাখি বিক্রয়কালে উপজেলা প্রশাসন এক অভিযান পরিচালনা করে এসব অতিথি পাখি জব্ধ করেন। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী।

এসময় পুলিশ ও বন বিভাগের কর্মকর্তাগণ এবং বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তী সময়ে ডিবির হাওর শাপলা বিল পর্যটন কেন্দ্রে শতাধিক বিভিন্ন প্রজাতির পাখিগুলোকে অবমুক্ত করা হয়।

এসময় জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, লাল শাপলা বিল সুরক্ষা কমিটির সভাপতি আব্দুস শুক্কুর সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।