যাদুকাটা ও ধোপাজান পাথর বালু মহালে ইজারা পদ্ধতি বাতিল করে সরকারিভাবে ক্রয়কেন্দ্র চালুর দাবিতে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করে সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘের সভাপতি নাসির মিয়া, সহ সাধারণ সম্পাদক জমির আলী, ধোপাজান চলতি নদী কমিটির আহবায়ক আবুল কাসেম, সদস্য মনির মিয়া, আবুল বাশার প্রমুখ। স্মারকলিপিতে ৭দফা দাবি জানানো হয়। এগুলো হলো সরকারিভাবে পাথর বালি ক্রয়কেন্দ্র অবিলম্বে চালু করে হাজার হাজার শ্রমজীবী মানুষের কাজের সুযোগ তৈরি করতে হবে।
পরিবেশবিধ্বংসী বোমা মেশিন, শ্যালো মেশিন, ড্রেজার ও সেইভের সাহায্যে নদী থেকে বালুপাথর উত্তোলন বন্ধ করতে হবে। সর্বজনীন রেশনিং ব্যবস্থা অবিলম্বে চালু করতে হবে। যাদুকাটা ও ধোপাজান পাথর বালু মহালে ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকা সরাসরি প্রবেশ বন্ধ করতে হবে। পরিবেশবান্ধব উপায়ে হাতে ব্যবহারযোগ্য বেলচা, বালতি ও নেটের সাহায্যে বালুপাথর, কয়লা আহরণ উন্মুক্ত করতে হবে। উচ্চ আদালতের নির্দেশনা অমান্যকারীসহ বোমা মেশিন, শ্যালো মেশিন, ড্রেজার, সেইভের মাধ্যমে নদী, পাহাড়, জনপদ ধ্বংসকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সিন্ডিকেটের মাধ্যমে শ্রমিকদের জিম্মি করা বন্ধ করতে হবে।
উল্লেখ্য, স্মারকলিপির অনুলিপি বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপদেষ্টা, সিলেট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে।