সুনামগঞ্জে অতিবৃষ্টি-পাহাড়ি ঢলে পানি বাড়ছে নদী ও হাওরে

তিবৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সবকটি নদ-নদী ও হাওরে পানি বাড়ছে। জেলার অন্যতম নদী সুরমা, যাদুকাটাসহ সব-কটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

প্রধান নদী সুরমার পানি ছাতক ষ্টেশনে বিপদসীমার ৪১ সেন্টিমিটার উপর দিয়ে ৮ দশমিক ৫২ মিটারে প্রবাহিত হচ্ছে। তবে সুনামগঞ্জ স্টেশনে বিপদসীমার ৭৬ সেন্টিমিটার নিচ দিয়ে ৭ দশমিক ৪ মিটারে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি ছাতকে ৫৮ ও সুনামগঞ্জে ৩৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘণ্টায় ১০০ মিলিমিটার ও ৫ দিনে সাড়ে ৫শ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে পাহাড়ি ঢলে সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের ১০০ মিটার সাবমারসিবল সড়কটি ডুবে আছে। এতে তাহিরপুরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ আছে। এছাড়া শক্তিয়ারখলা ও আনোয়ারপুর সড়কের কিছু অংশ পানিতে তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে এ সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীরা।

সাবির্ক পরিস্থিতি জানতে যোগাযোগ করলে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার সিলেট ভয়েসকে বলেন, হাওরগুলো ফাঁকা থাকায় পানি এখনো হাওরে ঢুকছে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুনামগঞ্জের সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ছাতকে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

সিলেট ভয়েস/এএইচএম