সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে দলীয় মনোয়নপত্র সংগ্রহ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন।
শনিবার (১৮ নভেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ থেকে মাসুক উদ্দিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেন জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ আব্দুল করিম।
দীর্ঘদিন থেকে সিলেট-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে আসছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। পরবর্তীতে জাতীয় পার্টি আওয়ামী লীগের জোটে থাকার কারনে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তিনি। সেবার জাতীয় পার্টির প্রার্থী সেলিম উদ্দিন এই আসনে মহাজোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
মাসুক উদ্দিন আহমদের অনুসারী নেতাকর্মী থেকে শুরু করে দলের তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন, ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে বেড়ে উঠা বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদকে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রদানের মাধ্যমে দলের নেতাকর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবেন দলীয় মনোনয়ন বোর্ড।