সিলেট মোবাইল পাঠাগারের লেখা আহ্বান

বাংলাদেশের প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান সিলেট মোবাইল পাঠাগার (সিমোপা) এর উদ্যোগে সিমোপা সাহিত্য পুরস্কার-২০২৩ ঘোষণা করা হয়েছে।

সিমোপার ৮০০তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর উপলক্ষে তরুণ, যুবক ও প্রবীণ সাহিত্য পুরস্কার প্রদানের লক্ষে সিমোপা সাহিত্য আসরে অংশগ্রহণকারী অনূর্ধ্ব তরুণ ১৫-৩০, যুবক ৩১-৫০, এবং প্রবীণ ৫১-১০০ বছর বয়সী লেখকদের নিকট থেকে নির্ধারিত বিষয়ে স্বরচিত লেখা আহবান করা যাচ্ছে।

তিন (৩) বিভাগে এবং পাঁচ (৫) ক্যাটাগরিতে ১. ছড়া, ২. কবিতা, ৩. গল্প, ৪. প্রবন্ধ, ৫. গান, মোট পনের (১৫) জনকে এ পুরস্কার প্রদান করা হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীরা কবিতা, ছড়া, গল্প, প্রবন্ধ ও গান রচনা এই পাঁচটি বিষয়ে একজন প্রতিযোগী কেবলমাত্র একটি বিষয়ে লেখা জমা দিতে পারবেন। কবিতা, ছড়া, ও গানে মোট ১০টি করে এবং গল্প ও প্রবন্ধে মোট ৫টি করে লেখা জমা দিতে পারবেন।

লেখার নিচে লেখকের নাম দেয়া যাবে না। নিজের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর আলাদা কাগজে জাতীয় পরিচয়পত্র/ জন্ম নিবন্ধন/ শিক্ষাগত যোগ্যতার সনদসহ (জন্ম তারিখ সংযুক্ত) ৩১ জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৫টা হতে রাত ৮টা পর্যন্ত সিলেট আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ সিলেট মোবাইল পাঠাগারের কার্যালয়ে জমা দেয়া যাবে। সিমোপা সাহিত্য পুরস্কার-২০২৩ এর নীতিমালার আলোকে এই পুরস্কার প্রদান করা হবে।

নির্ধারিত সময়ের মধ্যে লেখা জমা দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন সিলেট মোবাইল পাঠাগারের সচিব অ্যাডভোকেট আব্দুস সাদেক লিপন ও চেয়ারম্যান দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী।