সিলেট থেকে ফ্লাইট উড়তেও বাঁধা দিচ্ছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’!

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সকাল থেকেই বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে সারা দেশে। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।

এমন বাস্তবতায় বাংলাদেশ বিমানের সিলেট-ঢাকা দুটি অভ্যন্তরীণ ফ্লাইট উড়াল দিচ্ছে না। সোমবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টা ও ১০টা ১০ মিনিটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিলো। আবহাওয়া খারাপ হওয়ায় সে দুটি ফ্লাইট ক্যান্সেল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিমান।

সোমবার সন্ধ্যায় এমন তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমান সিলেটের স্টেশন ম্যানেজার মোহাম্মদ আব্দুস সত্তার।

তিনি জানান, ‘সিত্রাং’র কারণে আবহাওয়া খারাপ থাকায় সোমবার রাতে সিলেট-ঢাকা রুটের দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে আন্তর্জাতিক কোনো ফ্লাইট বাতিল করা হয়নি। বাতিল হওয়া ফ্লাইট দুটি হচ্ছে- বিজি-৩০৫ ও বিজি-৬০৬।

এদিকে শুধু ফ্লাইট বাতিলই হয়নি, খারাপ আবহাওয়ার কারণে দেশের বাইরে থেকে আসা মোট ৮টি ফ্লাইট ঢাকার পরিবর্তে সিলেটে এসে অবতরণ করেছে। এরমধ্যে বাংলাদেশ বিমানের টরন্ট, ব্যাংকক ও সিঙ্গাপুর থেকে তিনটি ফ্লাইট ঢাকার পরিবর্তে সিলেটে এসেছে। এছাড়া চেন্নাই, সিঙ্গাপুর, দুবাই ও কলকাতা থেকে আরও ৪টি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক মো. হাফিজ আহমেদ।

উল্লেখ্য, বাংলাদেশ উপকূলের কাছাকাছি চলে এসেছে ঘূর্ণিঝড় সিত্রাং। সোমবার সন্ধ্যায় সিত্রাং পায়রা সমুদ্র বন্দর থেকে ১৭০ কিলোমিটার দূরে অবস্থান নেয়। ঘূর্ণিঝড়টি মধ্যরাতে মূল আঘাত হানতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার সন্ধ্যা ৭টায় ঘুর্ণিঝড় সিত্রাং-এর সবশেষ আপডেট জানায় আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের কর্মকর্তারা জানান, তাদের হাতে থাকা তথ্যমতে সন্ধ্যা ৬টা নাগাদ ঘূর্ণিঝড় সিত্রাং চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২৪০ কি.মি. দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২২০ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৭০ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি ক্রমশ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে।

তারা জানান, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সিত্রাংয়ের মূল আঘাত আসবে মধ্যরাতে। তখন থেকে শুরু করে মঙ্গলবার ভোর পর্যন্ত এটি উপকূল অতিক্রম করবে। পরে স্থলভাগের ওপর দিয়ে যেতে যেতে এটি দুর্বল হবে। এর প্রভাবে উপকূলীয় এলাকাসহ সারা দেশে আগামীকালও (মঙ্গলবার) বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

এদিকে একটি সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে বিকেল ৩টা থেকে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর বন্ধ ঘোষণা করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং নভোএয়ারের প্রায় ৬০টি ফ্লাইট বাতিল করতে হয়েছে।

বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ জানায়, তাদের কক্সবাজার ও চট্টগ্রাম রুটের ১০টি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া বিমানের শারজাহ, আবুধাবি, দুবাই ও মাস্কাট রুটের ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

আর বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২৮টি এবং নভোএয়ারের ২২টি ফ্লাইট বাতিল হয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, ‘সোমবার সন্ধ্যার ঢাকা-কলকাতা ফ্লাইটটি বাতিল করা হয়েছে। এছাড়া সোমবার বিকেল ৩টা থেকে মঙ্গলবার দুপর পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশালের নির্ধারিত ফ্লাইটগুলো পুনর্বিন্যাস করা হয়েছে।’