তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের দেওয়া ১৭০ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রানের বেশি করতে পারেনি টাইগ্রেসরা।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ১২ রানে হারিয়েছে আয়ারল্যান্ড। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান করে দলটি।
জবাবে নিজেদের নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৭ রানের বেশি করতে পারেনি নিগার সুলতানার দল।
সংক্ষিপ্ত স্কোর :
আয়ারল্যান্ড ১৬৯/৫ (২০ ওভার)
বাংলাদেশ ১৫৭/৭ (২০ ওভার)