সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের দত্তগ্রাম এলাকায় ট্রাক-অটোরিকশা ও সিএনজি ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৩ জন হয়েছেন।
রোববার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিয়ানীবাজারের সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়কে সিএনজিচালিত অটোরিকশা, মালবাহী ট্রাক, অটোরিকশা ভ্যানের মুখোমুখি সংগর্ষে ১জনের মৃত্যু ও তিনজন আহত হয়েছেন। আহত তিনজনকে আশংকাজনক অবস্থায় চারখাই মাল্টি কেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ানীবাজারের চারখাই বাজার হইতে ১ কিলোমিটার পূর্বে লালপুল ব্রিজের পাশে এই তিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। ভ্যান গাড়ি ওভারটেক করতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশা ও সিলেট থেকে আসা মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক উল্টে খাদে পড়ে যায় ও রাস্তায় ধুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়ে পড়লে প্রত্যেক্যদর্শীরা তাদের উদ্ধার করে চারখাই মাল্টি কেয়ার হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয় । আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মালবাহী ট্রাক ও সিএনজি অটোরিকশা তাদের হেফাজতে রয়েছে।
সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. সম্রাট তালুকদার বলেন, সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়কের বিয়ানীবাজারের লালপুল ব্রীজের পাশে তিমুখী সংঘর্ষে ১ জনের মৃত্যু ও তিনজন আহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতলে প্রেরণ করা হয়। আহত তিনজন হাসপাতলে চিকিৎসা নিচ্ছেন। গাড়ি তিনটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।