সিলেট চেম্বার নেতৃবৃন্দের সাথে ঢাবি অধ্যাপক ড. মাহমুদের সৌজন্য সাক্ষাৎ

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট লাউঞ্জে চেম্বার নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন দেশের প্রখ্যাত গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম।

মঙ্গলবার (২৫ জুন) বিকেলে সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ, সিনিয়র সহ-সভাপতি মো. এমদাদ হোসেন ও সহ-সভাপতি এহতেশামুল হক চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের অধ্যাপক ফজলে এলাহী মুহাম্মদ ফয়সল এবং সিলেট চেম্বারের সচিব মো. গোলাম আক্তার ফারুক।

অধ্যাপক ড. মাহমুদ ওসমান বিশ্বের চল্লিশটিও বেশি দেশে ভ্রমণ করেছেন। এছাড়াও তিনি ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি ব্যাংক সহ দেশ-বিদেশের প্রায় ৪০ টির মত প্রজেক্টে কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম তার বর্ণাঢ্য কর্মজীবনের বিভিন্ন বিষয় তুলে ধরেন। সেই সাথে তুলে ধরেন ব্যবসা বাণিজ্য প্রসারে বিভিন্ন প্রয়োজনীয় দিক। সিলেটের ব্যবসা-বাণিজ্য প্রসারে তার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সিলেট চেম্বার সভাপতি তাহমিন আহমদ কথার প্রারম্ভেই ধন্যবাদ জ্ঞাপন করেন প্রফেসর ড. মাহমুদ ওসমান ইমামের প্রতি। সেই সাথে তিনি আশা ব্যক্ত করেন, প্রফেসর ড. মাহমুদ ওসমান ইমাম ভবিষ্যতেও চেম্বারে আসবেন এবং তার দীর্ঘ পথচলার দক্ষতা সফলতা শেয়ার করবেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে চেম্বার নেতৃবৃন্দ চেম্বারের প্রোফাইল সম্বলিত ফাইল প্রফেসর ড. মাহমুদ ওসমান ইমামের হাতে তুলে দেন।