সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ৯ জন। একই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন আরও ১৮ জন। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় হতে পাঠানো এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়।
এ নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৬ জন। এ হিসেবে প্রতিদিন নতুন করে চারজন ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। তবে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কারও মৃত্যু হয়নি বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯ জন। একইসঙ্গে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও ১৮ জন। তাদের মধ্যে সিলেট এমএজি ওসমানী হাসাপাতালে ৫ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ৪ জন, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন এবং হবিগঞ্জ ২৫০ শয্যা হাসাপাতালে ৩ জন।
চলতি বছরে সিলেট বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩২৪ জন। এরমধ্যে সিলেটে ৭৭, সুনামগঞ্জে ৩৭, মৌলভীবাজারে ২৮ এবং হবিগঞ্জে ১৭৩ জন। এছাড়াও নেত্রকোণা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নরসিংদী ও ঢাকার আরও ৯জন সিলেটে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।