সিলেটে হয়ে গেল বামসাস ৮ম আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন

বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ (বামসাস) এর ৮ম আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন গতকাল শুক্রবার সিলেট প্রেসক্লাবে দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

তিন পর্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, মণিপুরী ভাষা সাড়ে ৩ হাজার বছরের পুরনো একটি ভাষা। মনিপুরী সংস্কৃতি ও সাহিত্য প্রাচীনকাল থেকেই সমৃদ্ধ। বাংলাদেশে তথা সিলেটে বসবাসরত মনিপুরীরা জাতীয় সংস্কৃতিতে অবদান রেখে চলেছেন। বক্তারা প্রাক প্রাথমিক পর্যায়ে মণিপুরী ভাষাকে অন্তর্ভূক্ত করতে সরকারের প্রতি আহবান জানান।

বামসাস সভাপতি কবি এ কে শেরামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নামব্রম শংকরের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসসি সিনহা মেমোরিয়াল ট্রাস্ট এর চেয়ারম্যান, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এসসি সিনহা, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। প্রথম অধিবেশনে ‘কবিতায় তোমাকে’ কাব্যগ্রন্থের উপর আলোচনায় অংশ নেন কবি সুমন বণিক। দ্বিতীয় অধিবেশন সভাপতিত্ব করেন শজিবু সম্পাদক কবি শেরাম নিরঞ্জন। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন কবি খোইরোম ইন্দ্রজৎ, কবি ইমামুল হক রানা। কবি সম্মেলন সঞ্চালনা করেন কবি রওশন আরা বাশি খুৎহৈবম। মণিপুরী ও বাংলা ভাষার প্রায় অর্ধশত কবি স্বরচিত কবিতা পাঠ করেন। তন্মধ্যে কবি সনাতন হামোম, ইসরাক জাহান জেলী, এম উত্তম সিংহ রতন, শহিদুল ইসলাম লিটন, শানোয়ারা আক্তার চিনু, মনি আবুজম, রুকসানা বেগম, মহসিনা খাতুন রুমি, কেএইচ সমেন্দ্র সিংহ প্রমুখ।

সমাপনী অধিবেশনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও লোকগবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ এবং সোনামণি মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৩ এর অ্যাওয়ার্ডি প্রবাসী কবি-লেখক হামোম প্রমোদ।