সিলেটে সরকারি কর্মকর্তার মামলায় কর্মচারী জেলে

জালালুর রহমান

সিলেটের তামাবিল স্থলবন্দরের উপ-পরিচালক মো. মাহফুজুল ইসলাম ভুঁইয়ার সাইবার আইনে করা মামলায় লালমনিরহাট জেলার বুড়িমারী স্থলবন্দরের কর্মচারী মো. জালালুর রহমানকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (৪ আগস্ট) জালালুর রহমান সিলেট সাইবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক মো. আবুল কাশেম তা নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কানন আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০২১ সালের সেপ্টেম্বর মাসের শুরুতে বাংলাদেশ স্থলবন্দর কর্মচারী পরিষদের নির্বাচন হয়। ওই নির্বাচনের সময় বুড়িমারী স্থলবন্দরের কর্মচারী জালাল সিলেট তামাবিল স্থলবন্দরের কর্মকর্তা মাহফুজুল ইসলামের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেন, যা ছিল নির্বাচন সংশ্লিষ্ট। এর প্রেক্ষিতে তামাবিল স্থলবন্দরের কর্মকর্তা মাহফুজুল ইসলাম জালালুর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। পরে সিলেটের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। সিআইডির দেয়া তদন্ত প্রতিবেদনের পর আদালত জালালুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ মামলায় জালালুর রহমান আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।