সিলেটে বৃহস্পতিবার থেকে কমবে তাপমাত্রা, হবে বৃষ্টি

সিলেটে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। আগামী ১৬ জুলাই থেকে ২৩ জুলাই হবে বৃষ্টিপাত। সেজন্য তাপমাত্র আরো কমে যাবে। সিলেটের মধ্যে বিশেষ করে জৈন্তাপুর, গোয়াইনঘাট, ছাতক, দোয়ারাবাজার, সুনামগঞ্জ সদর, বিশ্বম্বরপুর এসব এলাকায় তুলনামূলকভাবে বৃষ্টিপাত বেশি হবে। বুধবার (১৩ জুলাই) সিলেট ভয়েসকে এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী ।

তিনি জানান, গত ৭ জুলাই থেকে সিলেটের তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে। প্রথম ৩ দিন ৩৫ ডিগ্রি হলেও সেটা বাড়তে বাড়তে গতকাল (মঙ্গলবার) ১২ জুলাই এসে দাড়ায় ৩৬.৪ ডিগ্রিতে। আজকে (বুধবার) যে অবস্থা তা গতকাল (মঙ্গলবার) থেকে বেশি হবে। সন্ধ্যা ৬ টার পর যা বুঝা যাবে। যদিও বলা যেতে পারে আজকের তাপমাত্রা ৩৭ ডিগ্রির আশেপাশে আছে।

আগামীকাল (বৃহস্পতিবার) সিলেটের তাপমাত্রা ৩৮ ডিগ্রির আশেপাশে থাকবে। সমুদ্রে লঘুচাপের কারণেই মূলত সিলেটের এই তীব্র তাপমাত্রা। যা আগামী ২-১ দিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। সেই সাথে বৃষ্টিও চলে আসবে। যদিও এখন রাতে বৃষ্টি হচ্ছে। ১৬ জুলাইয়ের পর লঘুচাপের প্রভাবটা কেটে গেলে দিনেও বৃষ্টি হবে।