সিলেটে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)-এর ৫৮তম প্রতিষ্টা বার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার (১৭ জুলাই) এ উপলক্ষে বাংলাদেশ জুয়েলারী এসোসিয়েশন সিলেট জেলা শাখার পক্ষ থেকে নগরীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
“সোনায় বিনিয়োগ ভবিষ্যৎ সঞ্চয়” এই স্লোগান নিয়ে নগরীর লালদিঘীরপারস্থ সমিতির কার্য্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়। বুতর উড়িয়ে শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। নগরীর বিভিন্ন মার্কেটের জুয়েলারি ব্যবসায়ীরা সকল সদস্যদের নিয়ে ব্যানার সহকারে শোভাযাত্রায় অংশগ্রহন করেন।
বাংলাদেশ জুয়েলারী এসোসিয়েশন সিলেট জেলা সভাপতি মো: মাহবুবুর রহমান সওদাগর এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নির্মল কুমার রায় এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেনবাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন বাজুস ষ্ট্যান্ডিং কমিটি অন ডিষ্ট্রিক মনিটরিং এর সদস্য সিলেট বিভাগীয় সমন্বয়কারী নীহার কুমার রায়।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহ-সভাপতি, আলতা মিয়া, আব্দুল করিম মল্লিক, প্রবীর সিংহ, রাজীব ভৌমিক। সহ-সম্পাদক, হাজী মো: আয়তুল ইসলাম খাঁন, বরুণ বণিক, মো: সেলিম আহমদ, লক্ষন ঘোষ, কোষাধ্যক্ষ রতন দে, কার্যনির্বাহী সদস্য, গোবিন্দ রায়, কাজী মো: আক্তার হোসেন, প্রদীপ কর্মকারসহ বিভিন্ন মার্কেট কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকসহ কমিটির সদস্যবৃন্দ।
আলোচনা সভার শুরুতে সমিতির মৃত সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়ে একমিনিট নিরবতা পালন করা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কমিটির নেতৃবৃন্দ আকাশে বেলুন উড়িয়ে উদযাপন করেন।