সিলেটে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ, টিকিট পাবেন যেভাবে

টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ দল এবার নামছে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে। আগামী ১৮ মার্চ থেকে সিলেটে শুরু হচ্ছে আইরিশদের বিপক্ষে বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজ। এই সিরিজের শুরু থেকেই অনলাইনে টিকিট কাটতে পারবেন দর্শকরা।

অনলাইনে টিকিট বিক্রির কথা নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।

এছাড়া টিকিট পাওয়া যাবে সিলেটের দুই নির্দিষ্ট কাউন্টারে। এর মধ্যে একটি হলো লাক্কাতুড়াস্থ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটকের কাউন্টার এবং অন্যটি হলো সিলেট জেলা স্টেডিয়ামের প্রধান ফটকের কাউন্টার। টিকিট কেনা যাবে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।

টিকিটের মূল্য গ্র্যান্ড স্ট্যান্ড ১৫০০ টাকা, ক্লাব হাউস ৫০০ টাকা, ইস্টার্ন গ্যালারি ৩০০ টাকা, ওয়েস্টার্ন গ্যালারি ২০০ টাকা এবং গ্রিন হিল এরিয়া ২০০ টাকা।

আগামী ১৮, ২০ এবং ২৩ মার্চ অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তিনটি ওয়ানডে। প্রথম দুই ওয়ানডে শুরু হবে বেলা ২টায়। তবে সিরিজের শেষ ওয়ানডে শুরু হবে বেলা আড়াইটায়। ওয়ানডের পর হবে টি-টোয়েন্টি সিরিজ। চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ মার্চ।