সিলেটে ট্রাফিকে থাকা শিক্ষার্থীদের স্বাগত জানালো দোকান মালিক সমিতি

ট্রাফিক পুলিশের অবর্তমানে বেশকিছু দিন ধরে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন দেশের সাধারণ শিক্ষার্থীরা। সিলেটও এর ব্যতিক্রম নয়। নগরীর বিভিন্ন সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। ফলে জনমনে ফিরেছে স্বস্তি। তাই ট্রাফিকের দায়িত্ব পালনকারী সকল শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সংগঠনটির জেলা শাখার সভাপতি মাহিউদ্দিন আহমদ সেলিম ও মহাসচিব আব্দুর রহমান রিপন এক লিখিত বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের অভিনন্দন ও স্বাগত জানান।

বিজ্ঞপ্তিতে সিলেট জেলা দোকানমালিক সমিতির সভাপতি বলেন, ‘সড়কে যানজট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন নগরীর বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা। তাদের এই উদ্যোগকে আমরা বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা স্বাগত জানাই। এসময় তাদের পাশে থাকার অঙ্গিকার করেন তারা। পাশাপাশি শিক্ষার্থীদের এই কাজের সময় প্রয়োজনী সহযোগীতা করতেও সকল ব্যবসায়ীদেরকে আহবান জানান তারা।’

এছাড়া ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তারা।