সিলেটে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার হয়েছেন। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ৮নং মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সায়েস্তা (৫০) ও ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জল (৩০)।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, সোমবার দুপুরে সিলেটের মোগলাবাজার থানাধীন মোগলাবাজার ইউনিয়ন অফিসে অভিযান পরিচালনা করে নাশকতা মামলার পলাতক আসামী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ৮নং মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সায়েস্তাকে গ্রেপ্তার কোরা হয়। একই দিন দুপুরে পৃথক অভিযানে সিলেট নগরের ক্বিন ব্রিজ এলাকার নাগরী চত্বর থেকে পলাতক আসামী ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীদের দক্ষিণ সুরমা ও কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেপ্তারে র্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।