না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ

না ফেরার দেশে চলে গেলেন সিনেমা ও নাটক দুই জগতের জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

আজ শুক্রবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা শর্মিলী আহমেদের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, ‘উত্তরার বাসা থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, চিকিৎসক হাসপাতালে তাকে মৃত ঘোষণা করেছেন।’

তিনি জানান, ‘মরদেহ হাসপাতাল থেকে উত্তরা ১১ নম্বরের মসজিদে নেয়া হবে গোসল করানোর জন্য। তারপর বাকি সিদ্ধান্ত।’

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম বলেন, ‘সকাল ১০টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা গেছেন শর্মিলী আহমেদ। এখন মরদেহ তার বাসা উত্তরায় নিয়ে যাওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘শর্মিলী আহমেদ ক্যানসারে আক্রান্ত ছিলেন। তার জানাজা-দাফন বিষয়ে এখনও কিছু জানাতে পারছি না। কখন কোথায় হবে হয়তো একটু পরে জানাতে পারব।’

১৯৪৭ সালে জন্ম নেয়া শর্মিলী আহমেদ ১৯৬২ সালে রেডিওতে এবং ১৯৬৪ সালে চলচ্চিত্রে তার ক্যারিয়ার শুরু করেন। বিটিভির প্রথম নাটক ‘দম্পতি’তে অভিনয় করেন তিনি। ১৯৭৬ সালে মোহাম্মদ মহসিন পরিচালিত ‘আগুন’ নাটকে প্রথমবারের মতো মায়ের ভূমিকায় অভিনয় করেন এই গুণী অভিনেত্রী।

এ পর্যন্ত প্রায় ৪০০ নাটক ও ১৫০ চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয় জীবনে মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সবার মন জয় করেছেন সাবলীল অভিনয় দিয়ে।