সিলেটে আন্তর্জাতিক গুম সপ্তাহ পালিত

সিলেটে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

শুক্রবার(২৬ মে) সকালে সিলেট প্রেসক্লাবের সামনে মায়ের ডাক ও হিঊম্যান রাইট ডিফেন্ডার ফোরাম সিলেটের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মানবাধিকার সংগঠন অধিকার সিলেটের কো-অর্ডিনেটর সাংবাদিক মো. মুহিবুর রহমানের সভাপতিত্বে এতে মুল বক্তব্যে পাঠ করেন সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলোওয়ার হোসেন জিলন।

মানব বন্ধনে বক্তারা বলেন, গুমের শিকার মানুষদের স্বজনরা প্রিয়জনদের হারিয়ে দু:সহ কষ্ট বয়ে রেড়াচ্ছেন। ছেলের সন্ধান না পেয়ে কোন বাবা অসুস্থ হয়ে পড়েছেন, কেউ ভাই হারানোর বেদনা নিয়ে দু:সহ জীবন কাটাচ্ছে, কারো কারো পরিবারের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে। এসব পরিবারের দুঃখ গোছাতে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দিতে হবে।

আনসার আলীর আত্মীয় মো. আশিকুর রহমান রানা বলেন, গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দিতে হবে। স্বজনরা তাদের গুম হওয়া ব্যক্তিদের দেখতে চায়।

এতে আরো বক্তব্যে রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর একান্ত সহকারী মইনুল হক, আনসার আলীর আত্মীয় মো. আশিকুর রহমান রানা।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দু রশিদ মো. রেনু, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী, লেখক শিবিরের সভাপতি ব্যাঙকার মিনহাজ আহমদ, মানবাধিকার কর্মী ও সংগঠক আনোয়ার হোসেন, ব্যবসায়ী নূরুল ইসলাম মুজিব, মানবাধিকার কর্মী ও সংগঠক আমীন তাহমীদ, মানবাধিকার কমী ও ব্যবসায়ী আসাদুজ্জামান নূও প্রমুখ।

সিলেট ভয়েস/এএইচএম