প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা হল এক ইঞ্চি মাটিও যেন পতিত না থাকে। সেই নির্দেশনার আলোকে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম ৭ এপিবিএন সদরদপ্তর লালাবাজার সিলেটের পতিত ৫টি পুকুরে মাছ চাষ করেন। দেশি বিদেশি মিলে প্রায় ৩০ প্রজাতির মাছ আছে পুকুরগুলোতে। যার মধ্যে বিলুপ্ত প্রায় মাছও আছে।
বৃহস্পতিবার (০২ নভেম্বর) ব্যাটালিয়ন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম এর নেতৃত্বে পুকুরগুলোতে দিনভর বিভিন্ন প্রজাতির মাছ ধরা হয়। এর মধ্যে চিতল, রুই, কাতলা, মৃগেল, কালবাউশ, পাঙ্গাশ, কার্ফু, বড় পুটি, শোল, টাকি, কৈ, শিং, মাগুল, পুটি, টেংরা, মলা অন্যতম।
খন্দকার ফরিদুল ইসলাম সকল অফিসার ফোর্সকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নিজ নিজ বাড়ীর পুকুরে মাছ চাষ ও ঘরের আঙ্গিনায় বা পতিত জায়গায় সবজি ও ফলমূল চাষ করতে উৎসাহ প্রদান করে বলেন, ‘যদি এটা করতে পারি তাহলে আমরা যেমন বিশুদ্ধ তরতাজা মাছ ও সবজি পাব, তেমনি আমাদের আর্থিক সাশ্রয়ও হবে।’
এসময় সহকারী পুলিশ সুপার মো. আসাবুর রহমান, পুলিশ পরিদর্শক মো. দুলাল মিয়াসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।