সিলেটে আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা আছে

ফাইল ছবি

সিলেটে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি এবং ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস। আজ শনিবার (৩১ আগস্ট) সন্ধ্য়ায় আবহাওয়ার পুর্বাভাস সংক্রান্ত এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে আরও মেঘলা হতে পারে। এছাড়া কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ মাঝারি, বজ্রবৃষ্টিসহ মাঝারিভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, এসময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। বাতাশে আদ্রতা বৃদ্ধি পাওয়ার ফলে অস্বস্তি বাড়ারও সম্ভাবনা রয়েছে।

সিলেট শহরের আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রী সেলসিয়াস।