সিলেটগামী তেলবাহী ওয়াগন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

আখাউড়া থেকে সিলেটগামী একটি তেলবাহী ওয়াগনের দুটি বগি হবিগঞ্জের বাহুবলে লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মির্জাপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

শায়েস্তাগঞ্জ রেলস্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আখাউড়া থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা তেলবাহী ওয়াগনটি পৌঁছলে বাহুবল উপজেলার মির্জাপুর এলাকায় দুইটি বগি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় ট্রেনে থাকা তেলের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

দুর্ঘটনার কারণে সিলেট বিভাগের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে মৌলভীবাজারের কুলাউড়ায় চট্টগ্রামগামী উদয়ন ট্রেন আটকা পড়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনের বগি উদ্ধারের জন্য আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। তবে ভোর ৫/৬টার আগে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার আশা দেখছেন না তিনি।

তিনি বলেন, ‘কি কারণে বা কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে এখনও তা নিশ্চিত বলা যাচ্ছে না। তদন্তের পরই ঘটনার রহস্য জানা যাবে।’