সিকৃবিতে শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব

আগামীকাল মঙ্গলবার (১১ অক্টোবর) থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব-এর ১৪তম আসরের প্রথম বিভাগীয় স্ক্রিনিং।

আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব (IIUSFF) ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ কর্তৃক আয়োজিত একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ বছর উৎসবের ১৪তম আসরে ৯০টিরও বেশি দেশ থেকে মোট ১১৪৭টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছে।

এ উৎসবের বিভাগীয় প্রদর্শনীর উদ্বোধন হবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে। এ পর্বে সার্বিক সহযোগিতায় রয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। সিলেট পর্ব শেষে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, রাঙ্গামাটি ও চট্টগ্রামে চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হবে।

মঙ্গলবার স্ক্রিনিং দুটি সেশনে অনুষ্ঠিত হবে। প্রথম স্ক্রিনিং সেশনটি সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরবর্তী সেশনটি বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

IIUSFF এর যাত্রা শুরু হয় ২০০৭ সালে। তরুণ বিশ্ববিদ্যালয়গামী চলচ্চিত্র নির্মাতাদের তাদের প্রতিভা প্রদর্শনের জন্য একটি বৃহত্তর মঞ্চ প্রদানের উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিবছর এ আয়োজন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।

এ আয়োজনে উৎসব সহযোগী হিসেবে রয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (UNHCR) এবং এডওয়ার্ড কেনেডি সেন্টার। বিভাগীয় স্ক্রিনিং প্রোগ্রাম বিনামূল্যে উপভোগ্য এবং সকলের জন্য উন্মুক্ত।