সিকৃবিতে জিআইএস প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) বিজনেস ক্লাব (এসএইউবিসি) এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের দক্ষতা
উন্নয়নমূলক সংগঠন শৈবলের আয়োজনে ২ দিনব্যাপী জিআইএস প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণে গবেষক হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এডজাংক্ট ফ্যাকাল্টি মেম্বার সব্যসাচী নিলয়। প্রশিক্ষণে আর্ক জিআইএস (Arc GIS 10.8) সফটওয়্যার ইনস্টলেশন থেকে শুরু করে এর ব্যবহার, গুগল আর্থ ইঞ্জিনের ব্যবহার ও ইন্টারনেট থেকে ডেটা নিয়ে আর্ক জিআইএস-১০.৮ (Arc GIS 10.8) এর মাধ্যমে ম্যাপ তৈরি করা সম্পর্কে ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণের সমাপনী দিনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ এমদাদুল হক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব ইকবাল , জলজ সম্পদ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আহমেদ হারুন-আল-রশীদ প্রমুখ।

প্রশিক্ষণ শেষে কুইজ ও এ্যাসাইনমেন্ট পর্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।

উল্লেখ্য, ২ দিন ব্যাপী কর্মশালায় ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন ।