শাবি প্রেসক্লাবের ‘সংবাদপত্রে স্বাধীনতার তথ্যচিত্র’ প্রদর্শনী

বাংলাদেশের স্বাধীনতার ৫২ বছর উদযাপন উপলক্ষ্যে ‘সংবাদপত্রে স্বাধীনতার তথ্যচিত্র’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করেছে শাহলালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’।

এতে মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন দৃশ্যপটের স্থিরচিত্র এবং তৎকালীন সময়ে দেশিয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন, ছবি, তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

রবিবার (২৬ মার্চ) সকালে প্রেসক্লাব কার্যালয়ের সামনে দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।

উদ্বোধনকালে কোষাধ্যক্ষ বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে তথ্যচিত্র প্রদর্শনীর উদ্যোগ অত্যন্ত প্রশসংনীয়। এমন আয়োজন না থাকলে মুক্তিযুদ্ধ সম্পর্কে নতুন প্রজন্ম জানতে পারবে না, তাদের কাছে তা অজানা রয়ে যাবে। এ তথ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে মুক্তিযুদ্ধে অবদান সম্পর্কে শিক্ষার্থীরা আরো বেশি জানতে পারবে। যারা স্মার্ট বাংলাদেশের রূপকার হবে, তাদের মুক্তিযুদ্ধের চেতনা অবশ্যই ধারণ করা দরকার। তাই এ ধরণের আয়োজনকে সাধুবাদ জানাই।

এসময় শাবি প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদের সঞ্চালনায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কবির হোসেন, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মাহবুবুল হাকিম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. দিলারা রহমান, স্কুল অব এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. স্বপন কুমার সরকার, স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, ব্যবসায় প্রশাসন অনুষদের অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, গণিত বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী, শাহপরাণ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খান, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবু সাঈদ আরফিন খান, শাবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোর্শেদ আহমেদ, সাধারণ সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম তালুকদার, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, দপ্তর প্রধান, কর্মকর্তা-কর্মচারী ও শাবি প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।