সাফ জিতে ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি

নেপালের কাঠমান্ডুতে প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতেছে বাংলাদেশ। ইতিহাস গড়া এই জয়ের প্রভাব পড়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ে। নারী ফুটবল দলের র‌্যাঙ্কিংয়ে ভালো উন্নতি হয়েছে লাল-সবুজদের।

টুর্নামেন্টে অপরাজিত সাবিনারা দেশে ফিরে ছাদখোলা বাসে সংবর্ধনা পেয়েছেন। চলতি বছর সব মিলিয়ে সাতটি আন্তর্জাতিক ম্যাচ খেলে অপরাজিত থেকেছে বাংলাদেশ দল। এই সাত ম্যাচের ছয়টিতেই বড় ব্যবধানে জয় এসেছে। এরমধ্যে গত মাসে নারীদের সাফে জিতেছে পাঁচটি। প্রথমবার ভারত ও নেপালের বিপক্ষেও জয়ের স্বাদ পেয়েছে। এই পাঁচ ম্যাচে ২৩ গোল করেছেন সাবিনারা, হজম করেছে মাত্র ১টি। তাই সার্বিক পারফরম্যান্সে বাংলাদেশ দলের সাত ধাপ উন্নতি হয়েছে। বর্তমান র‍্যাঙ্কিং ১৪০।

তিন ধাপ পিছিয়ে ভারতের মেয়েদের র‍্যাঙ্কিং এখন ৬১। এক ধাপ পিছিয়ে নেপালের র‍্যাঙ্কিং ১০৩। দুই ধাপ নেমে যাওয়া শ্রীলঙ্কার র‌্যাঙ্কিং ১৫৫। মালদ্বীপ ও ভুটানেরও অবনতি হয়েছে। তারা আছে যথাক্রমে ১৫৯ ও ১৭৭তম স্থানে। পাকিস্তান আছে আগের জায়গায়, ১৬০তম স্থানে।