সাকিব কানাডায়, মুশফিক-তাসকিন পা রাখবেন জিম্বাবুয়েতে

ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে মঙ্গলবার (১৮ জুলাই) দিনেই দেশ ছেড়েছিলেন টাইগার ওপেনার লিটন কুমার দাস। এরপর মধ্যরাতে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদও ভিন্ন ভিন্ন গন্তব্যে দেশ ছেড়েছেন। সাকিবের উদ্দেশ্য কানাডা, তবে মুশফিক-তাসকিন পা রাখবেন জিম্বাবুয়েতে।

তিনজনই দেশ ছাড়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে ছবি তুলেছেন। পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মুশফিক ও তাসকিন। মুশফিক তার ছবির ক্যাপশনে সালাম জানিয়ে লেখেন, ‘জিম-আফ্রো টি-টেন টুর্নামেন্ট খেলতে যাচ্ছি। সবার দোয়া কামনা করছি।’ প্রায় একই ক্যাপশনে সাকিবের পাশাপাশি সিটে বসে ছবি দিয়েছেন তাসকিন।

আগামীকাল (২০ জুলাই) থেকে শুরু হবে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। সেখানে মন্ট্রিয়েল টাইগার্স দলের হয়ে খেলবেন সাকিব। বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোর দলটির দায়িত্বে আছেন। এছাড়া স্কোয়াডে আছেন আন্দ্রে রাসেলে, ক্রিস লিন ও কার্লোস ব্রাথওয়েটের মতো তারকা ক্রিকেটাররা। আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ৬ আগস্ট।

অপরদিকে জিম-আফ্রো টি-টেন লিগে জোবার্গ বাফেলোস হয়ে খেলবেন মুশফিক। টাইগার পেসার তাসকিন আহমেদ খেলবেন বুলাওয়েও ব্রেভসে খেলবেন। জিম্বাবুয়ের ফ্র্যাঞ্চাইজি লিগটিও শুরু হবে আগামীকাল থেকে। উদ্বোধনী দিনেই ইরফান পাঠানের হারারে হারিকেন্সের মুখোমুখি হবে তাসকিনের বুলাওয়ে ব্রেভস। তবে তাসকিনদের দ্বিতীয় ম্যাচে দেখা হয়ে যেতে পারে মুশফিকের সঙ্গে। তার ম্যাচটি হবে আগামী ২১ জুলাই। এরপর ২৯ জুলাই হবে টুর্নামেন্টটির ফাইনাল। সবগুলো ম্যাচই জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত হবে। মোট ৫টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে।

গ্লোবাল টুর্নামেন্ট শেষে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) অংশ নেবেন টাইগার অলরাউন্ডার সাকিব। তবে কানাডার লিগটির কারণে তার হয়তো পুরো আসরে খেলা হবে না। এলপিএল শুরু হবে ৩০ জুলাই থেকে। এর আগে নিলামের আগেই সাকিবকে দলে ভিড়িয়েছিল গল টাইটান্স। আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ আগস্ট।

সিলেট ভয়েস/এএইচএম