সাংবাদিক কবির আহমদের ফেসবুক আইডি হ্যাকড, থানায় জিডি

সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাব’র দপ্তর সম্পাদক, সিলেট ভয়েস, দৈনিক সিলেট মিরর ও এনটিভি ইউরোপের কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি কবির আহমদের Kabir Ahmed নামীয় ফেসবুক আইডি হ্যাকড হয়েছে।

একটি চক্র তার আইডি হ্যাকড মেসেঞ্জারে ম্যাসেজ দিয়ে বিভিন্ন জনের কাছে টাকা চাইছে এবং বিভিন্ন ধরনের নায়িকাদের অপ্রীতিকর আপত্তিজনক ছবি পোস্ট করছে। অনেকের মেসেঞ্জারেও খারাপ ছবি ও ভিডিও পোস্ট করছে। এতে বেশ বিব্রত অবস্থায় পড়েছেন কবির আহমদ।

এ অবস্থায় সোমবার (২৩ জানুয়ারি) বিকালে এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং- ১১২৫।

ধারণা করা হচ্ছে, সাংবাদিক কবির আহমদ বিভিন্ন সময়ে সমাজের ঘটে যাওয়া বিভিন্ন অপরাধ, অনিয়ম ও জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও প্রশাসনের অসাধু কর্মকর্তারদের দূর্নীতি নিয়ে লেখালেখি করেন। যার ফলে তাঁর ক্ষতি করার জন্য অনেকেই মুখিয়ে থাকেন।

এ ঘটনায় কোম্পানীগঞ্জের সাংবাদিক সমাজসহ সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মন্তব্য করছেন যে এ কাজটি করে থাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে।

কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার সাহিনা খানম লাকি ফেসবুক আইডি হ্যাকের সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বস্ত করেন।